উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ
1 min readসুরজিৎ বিশ্বাসঃ নদীয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় শ’দুয়েক ছাত্রছাত্রী আজ দুপুর থেকে সন্ধে পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে বসে উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায়। নির্বাচন করে ছাত্র সংসদ গঠন, স্কলারশিপ দেওয়া, ছাত্রাবাস সংস্কারের দাবি সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ বলে জানা গেছে। যদিও ছাত্রদের অপর এক গোষ্ঠীর দাবি, কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয় ছাত্র উৎসব রয়েছে। গত বছর এই উৎসবে খরচও হয়ছে প্রায় উনিশ লক্ষ টাকার মতন। এবছর আরো কিছুটা বাড়বে। আর এই উৎসবের রাশ কাদের হাতে থাকবে সেই নিয়েই ছাত্রদের ভিতর তৈরি হয়েছে সমস্যা। চলছে ঠান্ডা লড়াইও।#