বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকে তৃণমূল কংগ্রেস সমর্থন দিয়ে রাজ্য সভায় জিতিয়ে নিয়ে আসতে চলেছে
1 min readসুরজিৎ বিশ্বাসঃ বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেছেন যে, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকে তৃণমূল কংগ্রেস সমর্থন দিয়ে রাজ্য সভায় জিতিয়ে নিয়ে আসতে চলেছে, অথচ ওই প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে যে, তাঁর হিসাব বহির্ভুত টাকা তিনি নিরব মোদিকে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিরব মোদী নিয়ে খুব কথা বলছেন। এটা তাহলে কী হল? এই প্রশ্নই তুলেছেন মুকুলবাবু। নদীয়ার রাণাঘাটের রবীন্দ্র সার্ধোশতবর্ষ মঞ্চে বিজেপির সাতটি জেলার কর্মীদের নিয়ে আজ এক পঞ্চায়েত সন্মেলণে মুকুল বাবু বলেন, শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টাকা পয়সার হিসাব নিকাশটা সবই নিজে করতেন। তিনি মমতা ব্যানার্জীর খুবই ঘনিষ্ট। তবে বিরোধটাও অনেকদিনের। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়বে না বলে তিনি জানান। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনটাকে কোয়ার্টার ফাইনাল হিসাবে ধরে নিয়ে বিজেপি যেভাবে লড়াই দেবে তা তৃণমূল এখনই বুঝতে পারছে। সংগঠনকে নির্দেশ দেওয়াই আছে যে,লড়াই করে জায়গা নিতে হবে। প্রশাসনিক অভিঙ্গতাকে কাজে লাগাতে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন আইপিএস আধিকারিকের
সঙ্গে বৈঠক করা হয়েছে বলে দিলীপবাবু জানান। #