ইটাহারের বিধায়ক অমল আচার্য্যের অর্থানুকূল্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে একটি বাতানুকূল অ্যাম্বুলেন্স প্রদান করলেন
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ সোমবার ইটাহারের বিধায়ক অমল আচার্য্য তার বিধায়ক কোটার অর্থানুকূল্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি বাতানুকূল অ্যাম্বুলেন্স প্রদান করলেন। সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক অমল আচার্য্য অ্যাম্বুলেন্সের চাবিটি তুলে দেন বিশ্ববিদ্যাললের উপাচার্য ড.অনিল ভুঁইমালীর হাতে।অমল বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার পড়ুয়া এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুবিধার জন্য এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনিল ভুঁইমালী জানান, সমস্ত ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিয়াদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী ছাড়াও সাংবাদিক বন্ধুদের সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানান, অ্যাম্বুলেন্সটি পেয়ে তারা খুব খুশি।এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.দুর্লভ সরকার, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।