নদীয়ার নাকাশীপাড়ার নাগাদিতে তৃণমূল নেতা খুন
1 min readনিজস্ব প্রতিবেদক: নদীয়ার নাকাশীপাড়ার নাগাদিতে তৃণমূল নেতা খুন। আজ দুপুর পৌনে তিনটে নাগাদ নাগাদি বাজারের কাছে একটি কাঠ চেরাই মিলের ভিতরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা ৫২ বছরের হেতাই শেখকে। দুষ্কৃতীরা প্রথমে বোমা মারে এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় । তিনি বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন ।
মৃতের বাড়ি নাকাশিপাড়া থানার গোয়াল চাঁদ পুরে, নাগাদিতে কাঠ চেরাই করতে এসেছিল, অভিযোগ, এলাকার সমাজ বিরোধী ইদু শেখ এই খুনের ঘটনায় জড়িত।