নদীয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ তালা মেরে দিল একদল পড়ুয়া
নিজস্ব প্রতিনিধি: ছাত্র আন্দোলণের জেরে নদীয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ তালা মেরে দিল একদল পড়ুয়া। আন্দোলণকারীরা উপাচার্য এবং রেজিস্ট্রারকে কে বিশ্বিদ্যালয়ে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। কর্মচারীও আটকে পড়েন। উপাচার্যকে সরানো, স্কলারশিপের টাকা দেওয়া, বাঁকুড়া ও বর্ধমান ক্যাম্পাসে নিয়মিত ক্লাস হওয়া সহ বিভিন্ন দাবিতে একদল ছাত্র- ছাত্রী গতকাল থেকে সেখানে বিক্ষোভ শুরু করে। আজ সকালে বিশ্ববিদ্যালয় খোলার সময় তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। একদল ছাত্রের এধরনের আন্দোলণের কড়া সমালোচনা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলি। তাদের অভিযোগ,ছাত্রদের সোস্যালের জন্য বরাদ্দ ২৩ লক্ষ টাকা কে নেবে তারজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে এই আন্দোলণ করা হচ্ছে। #