December 12, 2024

প্রয়াত স্টিফেন হকিং

1 min read

 স্টিফেন হকিং

বিশেষ প্রতিবেদকঃ  স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি ব্রিটেনের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।একুশ বছর বয়সে ১৯৬৩ সালে  স্নায়ুর জটিল অসুখে আক্রান্ত হন তিনি।প্রয়াত হলেন বিজ্ঞানী স্টিফেন হকিং। ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন এই পদার্থ্যবিজ্ঞানী।তাকে বলা হয় ব্ল্যাক হোল থিওরির জনক। ১৯৮৮ সালে তাঁর লেখা ‘‘অ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম’’ গোটা বিশ্বের আমজনতার কাছেও তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। কারণ বিজ্ঞানের জটিল তত্ত্বকথাকেও সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হন তিনি।  স্টিফেন হকিংয়ের পরিবারের পক্ষ থেকেই তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। একাধিক জনপ্রিয় বইয়ের লেখকও তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি হওয়া ছবি ‘‘দ্য থিওরি অফ এভরিথিং’’ ২০১৪ সালে অস্কার পুরস্কার জেতে।বিজ্ঞানী হিসেবে তো বটেই, শারীরিক এই প্রতিকূলতা নিয়েও যেভাবে তিনি এত বছর বেঁচে থেকে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন, তা চিকিৎসা বিজ্ঞানেও এক বিস্ময় হিসেবেই গণ্য করা হয়। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *