বেঙ্গল মিন্স বিজনেস : মমতা
1 min readপ্রীতম সাঁতরা : রাজ্যে ফের লগ্নীকারিদের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ‘হিল বিসনেজ সামিট’-এর মঞ্চ থেকে তিনি জানান, ‘বেঙ্গল মিন্স বিজনেস’। মুখ্যমন্ত্রীর মতে, শিল্প মানে শুধুমাত্র কংক্রিটের ভারী শিল্পকেই বোঝায় না। এগ্রিকালচার, হর্টিকালচার, খাদ্য প্রক্রিয়াকরণ, অর্কিড চাষ সহ দার্জিলিংয়ে ফুল চাষ করাও যে সম্ভব, এদিন সেই কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। চা শিল্পের উন্নতি কথা তুলে ধরার পাশাপাশি দার্জিলিংয়ে পর্যটন ক্ষেত্রেও জোর দেন তিনি। কারণ পাহাড়ে পর্যটকদের আনাগোনা যত বৃদ্ধি পাবে, তার সাথে বাড়বে অন্যান্য আনুষঙ্গিক শিল্পও। যার মধ্যে মধ্যে কালচারাল ট্যুরিজম অন্যতম। তবে শিল্পের পাশাপাশি পাহাড়ের জলের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী শুরু হয়েছে ‘হিল বিসনেজ সামিট’। প্রসঙ্গত উল্লেখ্য, পাহাড়ে এই প্রথম এরূপ কোনো কর্মসুচী গ্রহণ করেছে সরকার। কিন্তু বাণিজ্য সম্মেলনের স্থান হিসাবে কেন পাহাড়কে বেছে নিল প্রশাসন? পাহাড়ে বেশ কিছু দিন ধরেই চলেছিল অশান্তি। তার জেরে মার খেয়েছে সেখানকার শিল্প থেকে ব্যবসা বাণিজ্য। মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে টানা বনধের ফলে দার্জিলিংয়ের কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে। তাই শান্তির পথ অবলম্বন করে, পাহাড়ে ফের বানিজ্যের পরিবেশ ফেরাতে লগ্নীকারি তথা সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত যুব সমাজকে এগিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।