উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেই তুলে দেওয়া হয়
1 min readঅজিত মণ্ডল ঃ শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্যে মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চালু করেছেন সবুজ সাথী প্রকল্প। যাতে ছাত্র- ছাত্রীদের বিদ্যালয় সাথে পড়া শুনার ক্ষেত্রে কোন প্রকার বাধা না হয়। সেই মতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেই তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত সমিতির সভাকক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লকের চতুর্থ পর্যায়ের মোট ৪৩১৭ জন ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু করা হল। আজ বেশ কিছু সাইকেল দেওয়া হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীতে সব সাইকেল দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ – সভাপতি রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবী দধীমোহন দেবসর্মা ও জয়ন্ত সাহা,বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক- শিক্ষিকা সহ আরো অনেকে। উপসস্থিত বক্তারা ছাত্র- ছাত্রীদের উদ্যেশে জানান,রাজ্যে জুড়ে পথ দুর্ঘটনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাইকেল চালানোর সময়য় কোন ভাবেই মোবাইল ফোনে কথা না বলা হয়। কারন বাড়ি থেকে বেড় হবার পড়ে বাড়ির লোকেরা তোমাদের বাড়ি ফিরে আসায় বসে থাকে। যাতে কোন প্রকার সাইকেল চালানোর সয়য় কোন প্রকার দুর্ঘটনা না ঘটে। তার সাথে সাথে রাজ্য সড়কারের উদ্যোগে ছাত্রী- ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয় সে সব নিয়ে আলোচনা হয়। সাইকেল পেয়ে খুশি ছাত্র- ছাত্রীরা। এদিন বিডিও মহম্মদ জাকারিয়া জানান, কালিয়াগঞ্জ ব্লকের চতুর্থ পর্যায়ে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরন করা শুরু হল অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারে কালিয়াগঞ্জ ব্লকের মোট ৪২১৭ জন ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে।