July 21, 2024

তিন বছরের এক শিশুকে জাতীয় সড়কের মাঝখান থেকে আনতে গিয়ে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম ওই শিশু সহ মা

1 min read
অজিত মণ্ডল ঃ তিন বছরের এক শিশুকে জাতীয় সড়কের মাঝখান থেকে আনতে গিয়ে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম ওই শিশু সহ মা।বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার  ইসলামপুর থানার ধনতলায় ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা।জখম শিশুর নাম ইসমাইল(৩) ও ওই শিশুর মায়ের নাম রেশমা খাতুন।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানিয়রা দুইজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা অপর একটি সরকারি বাস ভাঙচুর করে বলে অভিযোগ।এই ঘটনায় মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পাশাপাশি এদিন এলাকায় ট্রাফিকের দাবিতে সরব হয়ে প্রায় একঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।পাশাপাশি তারা ওই এলাকায় উত্তর বঙ্গ পরিবহন সংস্থার একটি স্টপেজও দাবি করেন।পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়,এদিন আচমকা মায়ের হাত ছেড়ে ওই শিশুটি একদম জাতীয় সড়কের মাঝখানে চলে আসে।মা শিশুটিকে নিতে এলেই বিহারের কিষানগঞ্জ অভিমুখী উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস এলে এই ঘটনা ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *