October 7, 2024

সীমান্তের ছাত্রছাত্রীদের উন্নত প্রযুক্তিগত শিক্ষার স্বার্থে রাধিকাপুর সীমান্তে বি এস এফ অভিনব উদ্যোগ,গ্রাম বাসীরা খুশি

1 min read
তপন চক্রবর্তী  : উত্তরদিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সী মান্তের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত প্রযুক্তিগত বিদ্যায় পারদর্শী করবার জন বি এস এফের 167 ব্যাটেলিয়ান অভিনব উদ্যোগ গ্রহণ করলো।বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর বর্ডার আউট পোস্টে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে কিষাণগঞ্জের বি এস এফ এর ডি আই জি শ্রী দেবী সরন সিং একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। 

বি এস এফের ডি আই জি দেবী সরন সিং বলেন সীমান্তের মানুষদের সাথে বি এস এফ জওয়ানদের সম্পর্ক আরো নিবিড় করতে তারা সীমান্ত এলাকার সহজ সরল মানুষদের আপদে বিপদে সবসময়ের জন্য কাজ করে আসছে এবং আরো বেশি বেশি করে তাদের পাশে থাকতে বদ্ধপরিকর।আর সেই কারণেই সীমান্তের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে শহরের ছাত্রছাত্রীদের মত ইটারনেট,কম্পিউটার ও ল্যাপটপের ব্যবহার সম্পর্কে শিক্ষা নিয়ে তারা তদের উচ্চ শিক্ষা সম্পর্কীয় সমস্ত কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যেতে পারে তার জন্য সীমান্তের বি এস এফ এর আধিকারিকরা সীমান্ত প্রহরার সাথে সাথে সামাজিক কাজ কর্ম করে চলেছে।তার উজ্বল দৃষ্টান্ত ভারত সরকারের এস্টাব্লিশমেন্ট অফ ল্যাব আন্ডার স্কিল্ড ডেভলপমেন্ট কর্মসূচি গ্রহণ।এই প্রশিক্ষণ কেন্দ্রে রাধিকাপুর ব্লকের 350 জনের মত ছাত্র ছাত্রীরা ইতিমধ্যেই প্রশিক্ষণ কেন্দ্রে নাম নথিভুক্ত করে প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছে বলে ডি আই জি দেবী সরন সিং জানান।

ডি আই জি দেবী সরন সিং আরো বলেন সীমান্তে যেমন আমরা কাজ করি।তেমনি এলাকার মানুষেরাও বসবাস করে থাকে।আমরা সবাই সীমান্তের বাসিন্দা।আমরা সবসময় যেন একে অপরের বিপদে সাহায্য করতে পারি এই মনোভাব নিয়ে আমরা একসাথে মিলেমিশে থাকবো।অনুষ্ঠানে বি এস এফের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কম্যান্ডেন্ট  লক্ষ্মীনন্দর সিং,আধিকারিক অরুন কুমার,আধিকারিক মহিপাল সিং,আধিকারিক অশোক কুমার মিল,আধিকারিক সঞ্জয় কুমার বর্মা ও রামদর্শন।অনুষ্ঠানে রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা সঙ্গীত,নৃত্য,আবৃত্তি উপস্থিত দর্শকদের প্রশংসিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বি এস এফ কর্মীদের দ্বারা ভাঙরা নৃত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *