উত্তরদিনাজপুর জেলায় কালিয়াগঞ্জে কৃষক দিবসে কৃষি দপ্তরের উদ্যগে কৃষকরত্ন উপাধি পেলেন বিনয় চন্দ্র রায়
1 min readতপন চক্রবর্তী : বুধবার কৃষক দিবসে উত্তরদিনাজপুর জেলা কৃষি দপ্তরের উদ্যগে কালিয়াগঞ্জের কৃষি দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে কালিয়াগঞ্জের টুনগুইল বিলপাড়ার কৃষক বিনয় চন্দ্র রায়কে এবছরের সেরা কৃষক রত্ন উপাধিতে ভূষিত করা হল।কৃষক বিনয় চন্দ্র রায়কে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত একটি সংসা পত্র ও ১০ হাজার টাকার একটি চেক বিনয় চন্দ্র রায়ের হাতে তুলে দেন উত্তরদিনাজপুর জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার মীর ফরহাদ হোসেন।তিনি বলেন রোদ ঝড় বৃষ্টিতে যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের ১২৫ কোটি মানুষদের জন্য ফসল ফলিয়ে সবার মুখে হাসি ফুঁটিয়ে থাকে ,সেই কৃষকদের মধ্যে একজন কৃষককে কৃষি দপ্তরের পক্ষ থেকে তার হাতে কৃষক রত্ন উপাধি কৃষক দিবসে তুলে দিতে পেরে আজ তিনি গর্বিত।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য বলেন উত্তরদিনাজপুর জেলা কৃষি দপ্তর যে ভাবে বন্যায়,শিলাবৃষ্টিতে,উন্নত প্রযুক্তিতে সবসময়ের জন্য কৃষকদের পাশে থেকে কাজ করে তা বলার অপেক্ষা রাখেনা।আর সেই জন্যেই কালিয়াগঞ্জ ব্লকের কৃষকেরা প্রতিনিয়ত উন্নতপ্রযুক্তিতে স্বনির্ভর হয়ে উঠছে।এ ডি এ(এস এম এস) রায়গঞ্জ সাবডিভিসন শ্রীকান্ত সিনহা বলেন কৃষক দিবসে সমস্ত কৃষকদের মুখে আমরা হাসি দেখতে চাই।আপনাদের মুখে হাসি দেখতে পেলেই ভারতবর্ষের সবার মুখে হাসি ফুটবে।বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের এ ডি ও গোপাল ঘোষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যখ্য মৃদুলা দাস ও এ ডি এ(এস এম এস)রায়গঞ্জ সাবডিভি সন চম্পক বিশ্বাস।কৃষকদিবসের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ ব্লকের প্রচুর সংখ্যক কৃষক উপস্থিত হয়েছিল।