এ কে 47 গো ব্যাক হয়ে গেল।
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
আর, তারপর থেকেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ হয়ে তার সাবলীল চলাফেরা ও জনগণের সাথে মেলামেশা এবং ওঠাবসার স্বাভাবিক ছন্দ হারিয়ে যেতে বসেছিল বলে অমল বাবুর বক্তব্য। এই প্রসঙ্গে তিনি হয়তো ভাবছিলেন সরোজিনী নাইডুর সেই বিখ্যাত উক্তিটি ” ইউ আর পুটিং এ বার্ড ইন এ কেজ ” । সরোজিনী নাইডুকে যখন গভর্নর করা হয়েছিল তখন তিনি অনুভব করেছিলেন একটা বড় বিল্ডিং এ নিরাপত্তার বেষ্টনীতে তাকে বন্দী করে দেয়া হল আর সেই সময়ে তিনি এই উক্তি করেছিলেন। ঠিক তেমনি অতি অল্প সময়েই অমল আচার্য্য অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ নিরাপত্তার বেষ্টনীতে থেকে এই অনুভবটাই করতে পেরেছেন বলে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে তার বর্তমান নিরাপত্তার বিষয়টি ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েই হাঁফ ছেড়েছেন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পেরে। কিন্তু আশ্চর্যের ঘটনা কোন রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রীর যাত্রাপথে কোন একটি বিশেষ ঘটনায় তার বিরুদ্ধে বিরোধী দলের কর্মীরা কালো পতাকা নিয়ে ” গো ব্যাক” ধ্বনিতে স্লোগান দেয় কিন্তু এখানে জনদরদী জননেতা অমল আচার্য্যর এই নিরাপত্তার বিরুদ্ধেই জনগণ হয়তো বলতে চেয়েছে ” এ কে 47 গো ব্যাক ” আর এই শব্দহীন স্লোগান বুঝতে পেরেই অমল আচার্য্যর আলোচিত সিদ্ধান্ত।