রায়গঞ্জ রবীন্দ্র ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যগে উন্নয়নের বার্তা নিয়ে অনুষ্ঠান মানুষের সাথে মা-মাটি-মানুষের সরকার
1 min readউত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র শুক্রবার তার দপ্তরে এক সাক্ষাৎকারে বলেন তিনদিনের এই অনুষ্ঠানে যেমন কলকাতা থেকে বহিরাগত শিল্পীরা অংশগ্রহণ করবেন তেমনি উত্তরদিনাজপুর জেলার স্থানীয় শিল্পীরাও পাশাপাশি অংশগ্রহণ করবেন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র বলেন আগামী 22শে মার্চ কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীপ্ বীথি ঘোষ এবং শুভঙ্কর ভাস্কর,23শে মার্চ অরিজিৎ চক্রবর্তী এবং অলিভা চক্রবর্তী এবং 24 শে মার্চ ইন্দ্রনীল দত্ত এবং এবং সুমনা চক্রবর্তী সংগীত পরিবেশন করতে আসছেন।এই তিনদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিল্পীরাও সংগীত পরিবেশন করবে বলে জানান।তিনদিনব্যাপী মানুষের সাথে মা–মাটি–মানুষের সরকার ন ামক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা তথ্য দপ্তরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।