উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরঙ্গী মোড়ে এক বালক বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক লড়ি
1 min readঅজিত মন্ডল ;- হঠাৎ করে রাস্তা পারাপার করতে যাওয়া এক বালক বাঁচাতে গিয়ে ঘটল বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ল এক লড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরঙ্গী মোড়ে। ঘটনায় গুরুতর জখম ওই বালকটি ইটাহার হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, আহত বালকের নাম আকবর (১২), বাড়ি ইটাহারের চৌরঙ্গীমোড় এলাকায়। এদিন রাস্তা পারাপার করা ওই বালককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খেল লড়ি। ঘটনায় আকবর গুরুতর জখম হয়। জখম অবস্থায় এই শিশুকে উদ্ধার করে ইটাহার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত বালকটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ দেখিয়ে সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়।
পরে পুলিশ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থল এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। যদিও ঘটনার পর থেকে গাড়ির চালক ও খালাসি পলাতক বলে জানা গেছে।