পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে চাঞ্চল্য মালদায়।
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : পরীক্ষা শুরুর আগেই মালদায় পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস। আর এই অভিযোগে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা জুড়ে।বুধবার মাধ্যমিকের ছিল ভৌতবিঞ্জান পরীক্ষা।কিন্তু,১২ টাই পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট আগেই ভৌতবিঞ্জানের প্রশ্ন সশ্যাল মিডিয়া ও ওয়াটসআপে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছিল জেলার পরীক্ষা কেন্দ্রের বাইরে।এই নিয়ে পরীক্ষা কেন্দ্র চত্বর সহ জেলা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।আতঙ্ক দেখা যায় পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে।
সুত্রের খবর,ফাঁস হওয়া প্রশ্ন পত্রটির সঙ্গে এদিনের পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে।তবে কি করে প্রশ্নপত্র ফাঁস হলো গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর।টুকলি রুখতে এবার কতইনা করা পদক্ষেপ নিয়েছিলো পর্ষদ।কিন্তু, আজকের পরীক্ষায় টুকলি নয় সরাসরি প্রণপত্রই আউট।ঘটনা প্রসঙ্গে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক তাপস কুমার বিশ্বাস জানান,”আমরা এই ঘটনায় যত টুকু আমরা তথ্য পেয়েছি তার উচ্চপর্যায়ে তদন্ত হবে।মাধ্যমিক পরিক্ষা শুরুর আগেই টুকলি বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ আগেই পর্ষদ জানিয়েছে।
ইতিমধ্যেই আমরা ঘটনায় তদন্ত শুরু করেছি।এদিকে পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা যায়।তারা জানান,এই মতো প্রশ্ন ফাঁসের ঘটনায় আমরা আতঙ্কিত।ভালো ফলের আসায় ছেলে মেয়েরা পরিশ্রম করে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সবাই ভালো ফলাফল করবে।তাই ভালো খারাপ ছাত্রছাত্রীর তফাৎ কমে যাবে।পরীক্ষা যদি বাতিল হয় তাহলে বাড়তি খাটুনি হবে ছেলেমেয়েদের।চাইবো ঘটনার তদন্ত হোক”।