অজিত মন্ডল রাজ্যের মানুষ ভালো খাবে আর ভালো থাকবে,কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসেছে যে কিছু অসাধু ব্যবসায়ী একটু বেশি মুনাফা লাভের জন্য মানুষ জীবন নিয়ে খেলা করে।
তারা বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে ফল মূলে ক্যামিক্যল যুক্ত রঙ মেশায়। সেই রঙ মেশানো সামগ্রী খেলে আমাদের শরীরে নানা ধরনের অসুখ বিশুখ হতে পারে।সেই সব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের যথা যগ্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপনন দাশগুপ্ত।শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের নিয়ে রায়গঞ্জ কর্নজোড়ায় বিবেকানন্দ হলে এক বৈঠকে এমন হুঁশিয়ারি দিলেন বিভাগীয় মন্ত্রী তপন দাশগুপ্ত। ভেজাল কেমিক্যাল যুক্ত রঙ মেশানো সবজি বাজারে দেখলেই তা বাজেয়াপ্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।রাজ্যের মূখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষদের এই সব অসাদু ব্যবসায়ীদের কোন মতে বরদাস্থ্য করা হবে না। এই জেলার এখোন সবজি কিংবা ফলে ক্যামিক্যাল রঙ মেশানোর অভিযোগ উঠে আসে নি। তবু জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত।