November 7, 2024

হরিরামপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ডাকে সংখ্যালঘু দের নিয়ে নানান আলোচনা সভা

1 min read
মামুন সরকার; হরিরামপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু  সেলের ডাকে আজ  উনুষ্ঠিত হলো সংখ্যালঘু দের নিয়ে নানান আলোচনা সভা।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী,, হরিরামপুর তৃণমূল কংগ্রেসের  সভাপতি হাতেম আলী ,,হরিরামপুর সংখ্যালঘুর সভাপতি  সহ আরো নেতৃতরা ।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নেতৃত ইয়াকুব আলী বলেন  আমরা এতদিন লাঞ্চিত বঞ্চিত হয়েছি এই সরকার আসার পরে আমাদের ইস্থান দিয়েছে পরিচয় দিয়েছে তাই আমরা আজ বুক ফুটে বলতে পারি আমরা মুসলিম আমরা গণ তান্ত্রিক দেশে বাস করি আমরা  হিন্দু মুসলিম সবাই ভাই ভাই কিন্তু কিছু এমন দল রয়েছে যারা  সব সময় সাম্প্রদায়িক  সম্প্রীতি নষ্ঠ করার চেষ্ঠা চালাচ্ছে আপনারা সেদিকে কান দিবেন না আমাদের  মুখ্যমন্ত্রী আমাদের জন্য মোয়াজেম ইমাম ভাতা করেছে তাই আমাদের আগামী দিনের জন্য ভাবতে হবে  ও এগিয়ে আসবেন এই সরকার চলে গেলে আমাদের খুব খারাপ অবস্থা হতে পারে তাই আপনারা ভাবুন আর আগামী ভোটের জন্য সচেতন হোন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *