চাতকের বুকে:
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
চাতকের বুকে:
—— সুমন ।
শুষ্ক হয়ে পড়েছে ঠোঁটের সীমান্ত।
কবে সেই ছুঁয়েছিলে মনে পড়ে তোমার ?
বুকের কাছে নিঃশ্বাসের আওয়াজ
আছড়ে পড়েছিলো,
বৃষ্টিও সেদিন মুখ লুকিয়ে দাঁড়িয়েছিলো দরজায়।
সারা শরীর ভিজেছিলো।
ঘরে বাইরে ভেঙে পড়েছিলো
‘কে তুমি,কে আমি ‘ সব পরিচয়!
জড়িয়ে রাখার শেষটুকু সময়ও
শেষ হতে দাও নি,
সর্বনাশা বনধ ডেকেছিলাম চোখের পাড়ায়।
সবটাই ক্ষতি জানা ছিলো !
সৃষ্টি মেতেছিলো ধ্বংস,ধ্বংস খেলায়।
চিলেকোঠায় সাজিয়েছিলাম স্বপ্ন,