যে কোনো অস্ত্র নিয়েই প্রস্তুত বাহিনী, জানালেন সেনাপ্রধান
1 min readপ্রীতম সাঁতরা : কিছু দিন আগেই ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছিল, সামরিক খাতে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ করেছে কেন্দ্র। সুত্র মারফত জানা গিয়েছিল, কেন্দ্রের কাছে প্রায় ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ করার জন্য দাবী জানিয়েছিল সেনা।
কিন্তু সে জায়গায় প্রাপ্তির ভাঁড়ারে প্রায় ২১ হাজার কোটি টাকা। এবার সে বিষয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত। তাঁর মতে, সেনাবাহিনীর হাতে যে অস্ত্র পাওয়া যাবে, তা দিয়েই তৈরী বাহিনী। কারণ, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় জাওয়ানরা।
পাশাপাশি এর আগে তিনি জানিয়েছিলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট অর্থের ৩৫ শতাংশ ব্যবহৃত হয় দেশ নির্মাণের কাজে। কারণ, সীমান্তবর্তী অঞ্চলে পরিকাঠামো তৈরী করা হয়, সেখানকার মানুষদের মূলস্রোতের সাথে যোগাযোগ স্থাপনের স্বার্থে।