নদীয়ার কালিগঞ্জ থানার পাণিঘাটায় আজ দুপুরে বাসের ধাক্কায় এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুজনের মৃত্যু
1 min readনদীয়ার কালিগঞ্জ থানার পাণিঘাটায় আজ দুপুরে বাসের ধাক্কায় এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই দুই পরীক্ষার্থীর ভাই।
মীর্জাপুরের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী মাসুদা খাতুন তার সম্পর্কে খুড়তুতো বোন নাজিবা খাতুনের সঙ্গে তাদেরই ভাইয়ের সাথে একটি স্কুটিতে চেপে দেবগ্রাম এস এ বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল।
পাণিঘাটার ধ্বজপুকুরের কাছে একটি লাক্সারি বাস স্কুটিতে ধাক্কা দিলে দুই পরীক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্হলেই দুজনের মৃত্যু হয়।
সেই বাসটি পালিয়ে গেলেও উত্তেজিত জনতা একটি সরকারি বাসে ভাঙচুর চালায়। ঘটনাস্হলে পুলিশ গেলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। পরে পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। #