রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে উত্তর দিনাজপুর জেলায় সুস্বজ্জিত ট্যাবলোর
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে একটি সুস্বজ্জিত রাজ্য সরকারের উন্নয়ন মূলক কর্মসূচীর বার্তা নিয়ে ট্যাবলো সুভসূচনা হল বৃহস্পতিবার দুপুরে। এই ট্যাবলোতে পশ্চিমবঙ্গ সরকারের মা মাটি মানুষের জন মূখী প্রকল্প গুলি ইসলামপুর মহকুমা এলাকা গুলিতেপরিক্রমা ক্রবে।গ্রামের মানুষদের পশ্চিমবঙ্গ এর মা মাটি মানুষের সরকারের প্রকল্প গুলি সম্পর্কে অবগতি করতে লোক শিল্পীদের দিয়ে প্রচার করা হবে। কন্যা শ্রী, যুবশ্রী, খাদ্য সাথী,সবুজ সাথী,আর বেশ কিছু প্রকল্প তুলে ধরা হয়েছে ট্যাবলোতে।
ট্যাবলো টি দেখা এলাকার মানুষ বিশ্বনাথ চক্রবর্তী জানান, রাজ্য সড়কারের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প গুলি তুলে ধরা হয়েছে ট্যাবলোতে। এই প্রচারে মাধ্যামে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প গুলির সম্পর্কে অবগতি হবে।