আদিবাসী মৎস্যজীবীদের নদিয়ালি মাছের পোনা বিতরণ
1 min readতপন চক্রবর্তী –উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে বুধবার ব্লকের আদিবাসী মৎস্যজীবীদের মৎস দপ্তর থেকে বেশ কিছু আদিবাসী মৎস জিবিদের ১০ ,কেজি করে মাগুর মাছের পোনা বিতরণ করা হয়।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রুস্তম আলী বলেন শুধু মাগুর মাছের পোনা নয় তার সাথে মাছের খাবার সামগ্রী ও দেওয়া হয়।রুস্তম আলী বলেন আমরা চাই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন খাল,ডোবাতে এই সব মাছের চাষ বৃদ্ধি করবার জন্য সবাইকেই চেষ্টা করে যেতে হবে।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ ব্লকের মৎস আধিকারিক ও উপস্থিত ছিলেন।