ক্ষুধার্ত শিশুর মুখে অন্ন তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিলো সিভিক ট্রাফিক
1 min readবাবা মা হারা এক পথের ক্ষুধার্ত শিশুকে দুমুটো অন্ন তুলে দিয়ে আবারো মানবিকতার পরিচয় দিলেন রায়গঞ্জের ট্রাফিক সিভিক ।শুক্রবার রায়গঞ্জের বাসট্যান্ডে এক ক্ষুধার্ত অনাথ বছর 12 এক ছেলে বাহাদুর ।ক্ষুধার জ্বালায় পথে পথে ভিক্ষা কর ছিল ।ঠিক এমন সময় রাযগঞ্জের বাসস্টন্ডে দায়িত্ব প্রাপ্ত ট্রাফিক সিভিক পবিত্র দাস সেই ক্ষুধার্ত ছেলেটির মুখে দুটো অন্ন তুলে দেয় ।পাশ্ববর্তী এক হোটেলে তাকে পেট ভরে দুটো অন্ন মুখে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল পবিত্র ।রায়গঞ্জ ট্রাফিক পুলিশ এর বড়োবাবু পিনাকি সরকার নিজে দাড়িয়ে থেকে ওই ক্ষুদ্র শিশুটির পাশে দাডান ।এছাড়া ছিলেন সিভিক পবিত্র দাস।