করণদিঘি হাসপাতালে পরিদর্শনে বিধায়ক
1 min readপ্রদিপ সিনহা সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে নার্সিং ট্রেনিং কলেজ খোলার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে তত্পর হয়েছে ।জেলার দুটি নার্সিং ট্রেনিং কলেজ হতে চলছে একটা রায়গঞ্জের আব্দুল ঘাটায,অপর টি করণদিঘি হাসপাতালে।
করণদিঘি হাসপাতালে এই নার্সিং ট্রেনিং কলেজ খোলার জন্য ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শনে এসে পৌচেছেন জেলার স্বাস্থ্য আধিকারিক,বিধায়ক মণদিপ সিনহা ,আই.সি,বি.ডি.ও জিতেন যাদব,সি.এম এইচ সহ অন্যান্যরা ।
করণদিঘি হাসপাতালে বিগত দিনে বেডশিট বাডিযে 100 বেডশিট করা হচ্ছে ।এছাড়া হাসপাতালের পরিকাঠামো ও কোযাটার গুলো কে নতুন ভাবে সুসজ্জিত করার বিষয় পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিনে নার্সিং এর স্টুডেন্ট দের কোন রকম সমস্যায পড়তে না হয।এছাড়াও নানা ভাবে হাসপাতালের মান উন্নয়ন খুটিযে দেখে উপরমহলে তার রির্পোট পাঠানো হবে বলে জানান জেলা স্বাস্থ্য দপ্তর ।