সরকারি শিক্ষকরা নিয়মিত ও সময় মতো স্কুল না আসায় বাড়ি ফিরছে ছাত্রছাত্রীরা
1 min readমামুন সরকার :–দক্ষিণ দিনাজপুর ” বর্তমানেরকথা ::-সরকারি শিক্ষকরা নিয়মিত ও সময় মতো স্কুল না আসায় বাড়ি ফিরছে ছাত্রছাত্রীরা । ঘটনাটি ঘটেছে হরিরামপুর থানার শেষ সীমান্তের গোকর্ন গ্রাম পঞ্চায়েতের উত্তর মুস্কিপুর প্রাথমিক বিদ্যালয়ে ।জানাগেছে প্রতিদিন একই রকম অবস্থা ।হঠাৎ আজ ছাত্রদের বাড়ি ফিরতে দেখে এক জন গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানতে পারে যে স্কুলে শিক্ষক আসেনি ।তারপর তাদের আবারো ফিরিয়ে নিয়েজাই স্কুলে ।স্কুলে গিয়ে দেখে ঘড়িতে সময় ১২,,৫০ মিনিট তখন শিক্ষকরা স্কুলও আসেনি কিছুক্ষন পর প্রধান শিক্ষক এসে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করা মাত্রই স্থানীয় এক জনের ওপর চড়াও হয় প্রধান শিক্ষক এবং বলে তুমি কোন ছাড় যে তোমাকে কইফত দেব ।চিৎকার চেঁচামেচি হওয়াতে এলাকার লোক ছুটে আসেন স্কুলে তারপর প্রধান শিক্ষক কে ঘিরে চলতে থাকে বৃক্ষব ।তাদের অভিযোগ বাইরে বসার জায়গা নেই বাড়ি থেকে ১০ টার সময় স্কুলে চলে আসে ছাত্রছাত্রীরা রোদের মধ্যে বসে থাকতে হয় তাদের প্রায় প্রতিদিন এমন হয় কিন্তু বারবার বলার পরেও তারা শোনেন নি স্কুলে তিনজন শিক্ষক তবে সবাই স্কুলে আসেন না একদিন একদিন করে পালি করে নিয়েছেন তারা ।দুইজন শিক্ষকের বাড়ি দূরে হলেও একজনের বাড়ি এক কিলোমিটার দূরে কিন্তু তিনিও একই রকম ।স্থানীয়দের অভিযোগ আমরা গরিপ তাই এই স্কুলে পড়ায় সরকার অনেক টাকা খরচ করছে যাতে স্কুলে ভালো পড়াশোনা হয় আর এরা পড়াশোনা দূরের কথা স্কুলে নিয়ম মতো আসেনা ।ফলে বাড়ি ফিরে যাচ্ছে ছেলে মেয়েরা ।আর খাওয়া দাওয়া বিষয়ে তো সবাই জানেন প্রধান শিক্ষকের ভুঁড়ি বাড়ছে আর ছেলেদের পেট সুখাচ্ছে ।তার পর ছাত্র দের জিজ্ঞাস করলে তারা বলেন ডিম তো দূরের খাওয়া দাওয়া ঠিক দেয়না স্কুলে ঠিক মতো আসেনা ।এই বিষিয়ে গ্রাম বাসীরা জানান আমরা এদের শাস্তি চাই কেন আমাদের ছেলে মেয়েরা বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে কেন বাড়ি ফিরে যাবে কেন তারা স্কুল আসছেন আমাদের জবাব দেওয়া হোক আমরা এরকম শিক্ষকের শাস্তি চাই ।তবে এই বিষয়ে প্রধান শিক্ষক কে জিজ্ঞাসা বাদ করলে তিনি ক্যামেরার সামনে থেকে পালিয়ে যান ও কিছু জানাতে চান নি ।