October 30, 2024

একাদশ পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল নির্বাচনে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রার্থী বিশিষ্ট আইনজীবী শিবতোষ চ্যাটার্জী

1 min read


তপন চক্রবর্তী–বালুরঘাট থেকে ফিরে ঃ- আগামী২৭ ও২৮শে মার্চ একাদশতম পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের নির্বাচন হতে চলেছে।খবর নিয়ে জানা গেছে উত্তর ও দক্ষিণদিনাজপুর জেলার বার এসোসিয়েশনের সম্মিলিত প্রার্থী হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট আইনজীবী তথা একজন দক্ষ সংগঠক শিবতোষ চ্যাটার্জী। শুক্রবার বালুরঘাট আদালতে শিবতোষ চ্যাটার্জী এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এই দাবিগুলোর অন্যতম দাবিগুলো হচ্ছে নবাগত আইনজীবীদের প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য প্রদান,অবিলম্বে উত্তরবঙ্গে হাই কোর্টের সার্কিটবেঞ্চ,চাই বার কাউন্সিলের গণতান্ত্রিক পরিচালনা ব্যবস্থা, সমস্ত শূন্যপদে বিচারক নিয়োগ এবং জনস্বার্থে দ্রুত মামলার নিষ্পত্তি সহ আরো কিছু দাবি।সারা রাজ্য থেকে একাদশতম পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল নির্বাচনে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে  ৯২জন।এই নির্বাচনের মাধ্যমে মোট২৫জন সদস্য নির্বাচিত হবে।উত্তরবঙ্গে মোট ১২ জন প্রার্থী প্রতি দ্বন্দিতা করতে চলেছে।
এর মধ্যে শিলিগুড়ি থেকে-৫জন,জলপাইগুড়ি থেকে-৫জন,মালদা থেকে–১জন এবং উত্তর ও দক্ষিণদিনাজপুর জেলা থেকে সম্মিলিত প্রার্থী – ১জন।।বিশিষ্ট আইনজীবি শিবতোষ চ্যাটার্জী বলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাকে নির্বাচনের কাজে ঘুরে বেড়াতে হচ্ছে।তিনি বলেন উত্তরবঙ্গের সর্বত্র ভালো সাড়া পাচ্ছেন বলে জানান।প্রকাশ,শিবতোষ চ্যাটার্জী বর্তমানে অল ইন্ডিয়া ল ইয়ার্স উনিয়নের ন্যাশনাল কাউন্সিলের মেম্বার ও রাজ্য ল ইয়ার্স উনিয়নের ওয়ার্কিং কমিটির একজন গুরুত্বপূর্ন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *