December 22, 2024

হরিরামপুর পিছিয়ে পড়া এলাকা তাই সরকারি সব সাহায্য পাচ্ছেন সবার শেষে

1 min read
মামুন সরকার -দক্ষিণ দিনাজপুর::- বর্তমানেরকথা  দক্ষিণ দিনাজপুর জেলার শেষ প্রান্ত হরিরামপুর এবং পিছিয়ে পড়া এলাকা তাই সরকারি সব সাহায্য পাচ্ছেন সবার শেষে ।এমনি মন্তব্য করছেন হরিরামপুরের মানুষ গত বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের সাহায্য করার জন্য কৃষি দপ্তরের উদ্ধোগে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ।এবং জমির দলিল পর্চা জমা  করে ছিলেন কৃষকেরা কিন্তু সব জায়গায় বন্যার ক্ষতিপূরণ  পেলেও এখনো পাইনি হরিরামপুর থানার মানুষ ।
দক্ষিণ দিনাজপুর জেলার বন্যায়  সব থেকে ক্ষতি গ্রস্থ এলাকা হরিরামপুর থানার গোকর্ন ও সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত ।তার সাথে  ক্ষতি হয় বৈরাঠা, সিরসি ও বাগিচাপুর পঞ্চায়েত  বেশ কয়েকটি মৌজা সাধারণ মানুষের অভিযোগ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সব জায়গায় চেক বিলি শুরু হয়েছে কিন্তু আমাদের হরিরামপুর এখনো হয়নি ।তবে কি আমরা  পিছিয়ে পড়া এলাকা বলে সবার শেষে সব সরকারি কাজ বা সাহায্য পাচ্ছি । 
না কি কোনো রাজনৈতিক লড়াকু নেতা নেই বলে  পিছিয়ে আছি ।আমরা এখনো অপেক্ষায় রয়েছি সেই ক্ষতি পূরণের জন্য  অনেক কৃষক অভাবের কারণে বন্যার পরে বাইরেও চলে গেছেন এখনো টাকার সমস্যার কারণে বাড়ি  ফিরতে পারে নি  তারা সরকার কিছু ক্ষতি পূরণ দিলে তারা  বাড়ি ফিরে ঋণ পরিশোধ করতে পারবে ।কিন্তু এখন কোনো খোঁজ নেই কৃষি দপ্তরের ।তবে কি ক্ষতি পূরণ পাবনা আমরা । তবে এই বিষয়ে হরিরামপুরের ado তাপস দাসের সাথে যোগাযোগ করতে গেলে অফিসে না থাকার কারণে ফোনে তিনি জানিয়েছেন আগামী ২৬,০৩,২০১৪ তারিখ থেকে ৩০

তারিখ পর্য্যন্ত চেক বিলি করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *