ঘর মেরামতিতে প্রতিবেশীর বাধা
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা,২৩ মার্চঃ ঘর মেরামতিতে প্রতিবেশীর বাধা। প্রতিবাদ করতে গেলে ইট ছুঁড়ে এক গৃহবধুর চোখ নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠলো ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধু চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইটের ঘা লাগে তার বাঁ চোখের পাশে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে। ৩ অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের মানিকচক থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুর নাম, বিউটি মাহারা(২৮)। অভিযুক্ত প্রতিবেশী ধনঞ্জয় মাহারা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুর বাবা নকুল মাহারা তার ঘর মেরামতি করাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী ধনঞ্জয় বাধা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ধনঞ্জয়। ঘটনার প্রতিবাদ করতে যান বিউটি। সেই সময় ইট ছুঁড়ে মারার অভিযোগ উঠে ধনঞ্জয় সহ ৩ জনের বিরুদ্ধে। প্রথমে রক্তাক্ত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে তাকে রাতেই স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।