দুই নাবালিকা মেয়ে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো
1 min readদুই নাবালিকা মেয়ে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশনে। দুই ননাবালিকাকে জিঙ্গ্যাসা বাদ করে জানাজায় তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। একজন স্কুল ইউনিফর্ম পরে ও অপরজন বিনা ইউনিফর্মে কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে রাধিকাপুর- কাঠিহার প্যাসেঞ্জার ট্রেনে রওনা দেয়। রাধিকাপুর- কাঠিহার ট্রেনে ওই দুই নাবালিকাকে দেখে সন্দেহ হয় অন্য যাত্রীদের। তারপর জিজ্ঞাসাবাদ করার পর কথার অসংগতি শোনার পর তাদের রায়গঞ্জের জি আর পি র হাতে তুলে দেয় যাত্রীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথায় এবং কে নাবালিকা দুই জনকে নিয়ে যাচ্ছিল তা তদন্ত সাপেক্ষ।এই ঘটনারের জেরে ষ্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়ায়।