December 21, 2024

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হল,এবার যুদ্ধ শুরুর পালা

1 min read

 তন্ময় দাস  ঃ-  আজ উত্তর দিনাজপুর  জেলায় শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হল এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার প্রতিটি ব্লক অফিসে জেলা শাসকের দপ্তরে তৃণমূল সহ কংগ্রেস, বিজেপি বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয় জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে কর্ণজোড়ায় মনোনয়নপত্র জমা দেন
জেলা পরিষদের বিদায়ী সহকারী সভাপতি পূর্ণেন্দু দে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,  পূজা আচার্য, পম্পা পাল,  মোশারফ হোসেন, কবিতা বর্মন সহ অন্যান্যরা এদিন দলের জেলা সভাপতি অমল আচার্যর নেতৃত্বে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস, বিজেপি বাম প্রার্থীরাও এদিন মনোনয়নপত্র জমা দেন

১৮ লক্ষেরও বেশি ভোটার এবারে পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে জানা গিয়েছে। জেলা বিজেপি নেতৃত্ব আশাবাদী, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ প্রতিটি স্তরে তাদের ফলাফল ভালো হবে।
 অন্যদিকে, জেলার সিপিএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ লগ্নে এসে ব্লকে ব্লকে ঝাঁপিয়ে পড়েছেন। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি, চাকুলিয়া সহ প্রতিটি ব্লকে এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শান্তিপূর্ণভাবে
শেষ হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বড় ধরণের গণ্ডগোলের আশঙ্কায় রায়গঞ্জ ব্লক অফিস চত্ত্বরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালায়।  জেলার টি ব্লকে, ২৮৭ টি পঞ্চায়েত সমিতি আসনে এবং জেলা পরিষদে ২৬ টি আসনে তৃণমূল, বামফ্রন্ট জোটপ্রার্থীদের
ত্রিমুখী লড়াই হবে বলে অনুমান রাজনৈতিক মহলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *