November 14, 2024

তোলাবাজদের হাতে আক্রান্ত লরিচালক। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ্‌ পুলিশের লাঠ্‌ শূন্যে গুলি

1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা , তোলাবাজদের হাতে আক্রান্ত  লরিচালক। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ । পুলিশের লাঠি । শূন্যে গুলি। অগ্নিগর্ভ মালদহের সুস্থানি মোড়।আবারও ট্রাক চালকের ওপর হামলা মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্যস্থলে।ছিনতাই বাজদের ধারালো অস্ত্র দিয়ে ট্রাক চালকে এলোপাথাড়ি কোপ।
ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত চালক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্যস্থলে বারবার ট্রাক চালকদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালক,খালাসী।অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ।ক্ষনিকেই রণক্ষেত্রের চেহেরা নেই গোটা এলাকা।পুলিশের সাথে অবরোধকারীদের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ।বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও থমথমে এলাকা।এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট।ঘটনার পর থেকে বন্ধ মহদীপুর বাণিজ্যস্থলের আমদানি-রপ্তানি।জানাগেছে,সোমবার ভোর নাগাদ একটি পাথর বোঝাই ট্রাক মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্যস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলো।বাণিজ্যস্থলে ঢোকার পথেই ছিনতাই বাজের দল হামলা চালায় এক ট্রাক চালকের ওপর।বাধা দিতেই ট্রাক চালককে ধারালো অস্ত্র দিয়ে কোপাই দল।তারপরই সর্বস্য নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।অন্যান্য ট্রাক চালকেরা আক্রান্ত ট্রাক চালককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই আক্রান্ত চালকের।বারবার ট্রাক চালকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে ট্রাক চালক সহ ট্রাক মালিক,খালাসীরা ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোপ দেখতে শুরু করে।প্রশ্ন তুলেন পুলিশের ভূমিকা নিয়েও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী।অবরোধ তুলতে বলতেই পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় অবরোধকারীদের।পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুণ্যে গুলিও চালায় পুলিশ বলে অভিযোগ।ক্ষনিকেই অগ্নিগর্ভের রূপ নেয় গোটা সুস্থানী মোড় এলাকা।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অবরোধ কারীরা।তারা জানান,”এই জায়গায় বারবার আমরা আক্রান্ত হতে হচ্ছে।আজ এক চালক মৃত্যুর সঙ্গে লড়ছে।রোজ আমরা আক্রান্ত হচ্ছি।পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না।পুলিশ শুধু টাকা চাই।কোনো ভুমিকা নেই পুলিশের।ঘটনা প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম জানান,”যতদিন এই বাণিজ্য স্থলে পার্কিং জনের সমাধান না হচ্ছে এই সমস্যা ততদিন মিটবে না।ওই এলাকায় দুষ্কৃতী রাজ চলছে।অবরোধকারী চালকদের আন্দোলনের জেরে রপ্তানি বন্ধ রয়েছে।ঘটনায় গুলি চলেছে বলে আমি জানতে পেরেছি”।
তবে পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে।দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলপথের  আন্তর্জাতিক বাণিজ্যস্থল মালদার মহদীপুর।দুষ্কৃতী দৌরাত্বের কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি।দ্রুত সমস্যার সমাধান না হলে বিপুল পরিমাণ ক্ষতির সম্ভবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *