অস্ট্রেলিয়ায় আয়োজিত ২১ তম কমনওয়েলথ গেমসে রিলে দৌড় শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের জায়ান্ট স্ক্রীনে দেখানোর ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা
1 min read
রায়গঞ্জের কৃতি ক্রীড়াবিদ সোনিয়া বৈশ্য’র অস্ট্রেলিয়ায়
আয়োজিত ২১ তম কমনওয়েলথ গেমসে রিলে দৌড়
শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের জায়ান্ট স্ক্রীনে দেখানোর ব্যবস্থা করল উত্তর
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এবারে ।
আয়োজিত ২১ তম কমনওয়েলথ গেমসে রিলে দৌড়
শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের জায়ান্ট স্ক্রীনে দেখানোর ব্যবস্থা করল উত্তর
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এবারে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই
উপলক্ষ্যে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রজেক্টর ও
বিশাল পর্দা লাগানো হবে, বলে জানান উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ
বিশ্বাস।উল্লেখ্য,রায়গঞ্জের নেতাজী পল্লী’র বাসিন্দা সোনিয়া বৈশ্য’র কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিদ্বন্দিতা করার খবর পাওয়ার পর
থেকেই উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে শহরে। তিনি আরও বলেন,অস্ট্রেলিয়ার
গোল্ডকোস্ট – এ আয়োজিত ২১ তম কমনওয়েলথ গেমসে ৪× ৪০০ মিটার রিলে দৌড়ে অংশ নেবে সোনিয়া।
রায়গঞ্জ তথা এ রাজ্যের সকলের মুখ উজ্জ্বল করেছে সোনিয়া। ওর ইভেন্ট শনিবার বেলা
১২টা ৩৭ মিনিটে। সেই মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায়
আমাদের এই উদ্যোগ। সেই জন্য শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।
উপলক্ষ্যে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রজেক্টর ও
বিশাল পর্দা লাগানো হবে, বলে জানান উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ
বিশ্বাস।উল্লেখ্য,রায়গঞ্জের নেতাজী পল্লী’র বাসিন্দা সোনিয়া বৈশ্য’র কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিদ্বন্দিতা করার খবর পাওয়ার পর
থেকেই উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে শহরে। তিনি আরও বলেন,অস্ট্রেলিয়ার
গোল্ডকোস্ট – এ আয়োজিত ২১ তম কমনওয়েলথ গেমসে ৪× ৪০০ মিটার রিলে দৌড়ে অংশ নেবে সোনিয়া।
রায়গঞ্জ তথা এ রাজ্যের সকলের মুখ উজ্জ্বল করেছে সোনিয়া। ওর ইভেন্ট শনিবার বেলা
১২টা ৩৭ মিনিটে। সেই মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায়
আমাদের এই উদ্যোগ। সেই জন্য শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});