December 23, 2024

ধর্মাক্ত আ-সি-ফা

1 min read

           —রাকেশ বিশ্বাস ।


নির্ভয়া আর আসিফা? 
থমকে দাঁড়াই আশঙ্কাতে—
জুলুস তো হয় মহাব্বতের
তবে, ধর্ম কেন ধর্ষকের সাথে?


সেইতো বাড়ি ফিরতে হবে
মা- আম্মা অপেক্ষাতে—
রক্তগুলো ধর্মে মাখা
নিথর দেহ তাদের হাতে।


মেঘ জমেছে ঈষাণ কোণে
হিন্দু- মুসলিম ঝড়টা থামাও 
দোঁহাই তোমায় মনুষ্যত্বের 
ধর্ম তুমি আসিফা দের নির্ভয়তে বাঁচতে দাও।।


                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *