December 23, 2024

নব কলেবরে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে কলকাতায় রায়গঞ্জ ভবন চালু হছে রবিবার

1 min read
তন্ময় চক্রবত্তী ঃ– আগামী রবিবার আবার 
নতুন  ভাবে নতুন রুপে নতুন  সাজে নব কলেবরে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার  উদ্যোগে কলকাতায়  রায়গঞ্জ ভবন চালু হতে চলছে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যার
উদ্বোধন  করবেন রায়গঞ্জ পৌর সভার  উপ পৌরপতি অরিন্দম সরকার। রায়গঞ্জ পৌরসভার  পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান ন তুন ভাবে এই ভবন
চালু হওয়ার  ফলে রায়গঞ্জের বহু মানুষ উপকার
পাবে। কারন প্রচুর মানুষ কে বিভিন্ন কাজে কলকাতায় যেতে হয় । কিন্তু কম খরচায় তারা
সেখানে থাকতে পারতেন না । 



ফলে ভীষণ অসুবিধা দেখা দিত। এখন আর কোন অসুবিধা হবে  না । এদিকে রায়গঞ্জ পৌরসভার  উদ্যোগে নব কলেবরে  কলকাতা ভবন চালু হতে  চলায় খুশি রায়গঞ্জের  বহু মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *