December 22, 2024

মিথ্যা সন্ত্রাস এর তকমা দিয়ে চিৎকার করছে বিজেপি জানালেন কালিয়াগঞ্জের তৃনমূল কংগ্রেস এর ব্লক সভাপতি দধি মহোন দেবশর্মা

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ-  তৃনমূল কংগ্রেস
কখন সন্ত্রাস করে না বিজেপি চারদিকে তিরধনুক বল্লোম দেখিয়ে সন্ত্রাস এর বাতাবরন
তৈরী করে প্রচারে আসতে চায়। তৃনমূল
কংগ্রেস  এর  নামে মিথ্যা সন্ত্রাস  এর তকমা  দিয়ে  বলে জানালেন 
কালিয়াগঞ্জের তৃনমূল কংগ্রেস এর ব্লক সভাপতি দধি মহোন দেবশর্মা । 

তিনি বলেন
যারা সন্ত্রাস সন্ত্রাস চিৎকার করে তাদের কাযোকালাপ
মানুষ দেখেছে সেই দিন কি ভাবে তিরধনুক বল্লোম
দেখিয়ে  নমিনেশন জমা  দিতে এসেছিল তারা ।এই ভাবে মানুষের  মন জয় করা যায় না বলে তিনি জানান
তিনি বলেন মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে আজ
অবদি  তৃনমূল  এর  
কেউ  বিজেপি কমীদের উপর  হামলা করে নি এখানে । কিন্তু বিজেপি বিভিন্ন
জায়গায় প্রচারে আসার জন্য  এই ধরনের কথা
বলে যাচ্ছেন  এর জবাব মানুষ দিবে  ভোট ব্রক্সে
, বিজেপি আগেই হেরে গিয়েছে   রাজ্যের মূখ্যমন্ত্রী উন্নয়ন এর কাছে  তাই মানুষের কাছে বলার মতো কিছু নেই  বলেই সন্ত্রাস সন্ত্রাস করে চিৎকার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *