উত্তরদিনাজপুর জেলায় বিজেপি বর্তমানে শাসক তৃণমূলকে টেক্কাদিতে যথেষ্ট শক্তিশালী
1 min read
তন্ময় চক্রবর্তী–উত্তরদিনাজপুর জেলায় বিজেপি সংগঠন বর্তমানে শৈশব পেরিয়ে একটি
শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল এবার ফাঁকা
মাঠে গোল দেবে যদি ভেবে থাকে তাহলে মূর্খের স্বর্গে বাস করবে।।উত্তরদিনাজপুর জেলায়
বিজেপি এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূলের সাথে কিভাবে লড়াইয়ের ময়দানে নামতে
চলেছে তার পূর্বাভাষ যে ইতিমধ্যেই পেয়ে গেছে তার নমুনা বিগত 6ই এপ্রিল তৃণমূল হারে হারে টের পেয়ে গেছে।
শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল এবার ফাঁকা
মাঠে গোল দেবে যদি ভেবে থাকে তাহলে মূর্খের স্বর্গে বাস করবে।।উত্তরদিনাজপুর জেলায়
বিজেপি এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূলের সাথে কিভাবে লড়াইয়ের ময়দানে নামতে
চলেছে তার পূর্বাভাষ যে ইতিমধ্যেই পেয়ে গেছে তার নমুনা বিগত 6ই এপ্রিল তৃণমূল হারে হারে টের পেয়ে গেছে।
এই
কথাগুলো সোমবার এক সাক্ষাৎকারে বললেন বিজেপির উত্তরদিনাজুর জেলার সাধারণ সম্পাদক
তথা বিশিষ্ট আইনজীবী অমিত সাহা।তিনি
বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম
পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি
এবং জেলা পরিষদের আসনে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে
আমরা আছি। উত্তরদিনাজপুর জেলার বিজেপি দলের সাথে জেলার মানুষ আছে।
কথাগুলো সোমবার এক সাক্ষাৎকারে বললেন বিজেপির উত্তরদিনাজুর জেলার সাধারণ সম্পাদক
তথা বিশিষ্ট আইনজীবী অমিত সাহা।তিনি
বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম
পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি
এবং জেলা পরিষদের আসনে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে
আমরা আছি। উত্তরদিনাজপুর জেলার বিজেপি দলের সাথে জেলার মানুষ আছে।
তাই নির্বাচনী
লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিজেপি দলের হয়ে সাধারণ মানুষ ছাড়বেনা বলে জানালেন বিজেপির
সাধারণ সম্পাদক অমিত সাহা।সারা রাজ্যের সাথে উত্তরদিনাজপুর জেলাতে কিভাবে মস্তানী
গুন্ডামি ও অর্থের প্রলোভন দেখিয়ে জোরজবস্তি গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করে নিয়েছে তা
এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রতিটি বুথ স্তরে মানুষের কাছে গিয়ে জোরালোভাবে তুলে
ধরবে বলে অমিত বাবু জানান।পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক
প্রকল্প গুলি সাধারণ মানুষপেয়ে ইতিমধ্যেই উপকৃত হয়েছে সেই প্রকল্পগুলো আরো বেশি
বেশি করে বিভিন্নভাবে প্রচারের আলোয় আমরা আনবো বলে অমিত বাবু জানান।বিজেপির সাধারণ
সম্পাদক অমিত সাহা বলেন মানুষ এই সরকারের লালিত পালিত গুন্ডাবাহিনীর বিরুদ্ধে সরব
হয়েছে।তাই উত্তরদিনাজপুরের গ্রামে গঞ্জে একটাই আওয়াজ উঠেছে তৃণমূল হটাও গ্রাম
বাংলা বাঁচাও।অমিত বাবু বলেন উত্তরদিনাজপুর জেলায় তাদের বিজেপি দল জেলার মানুষদের
স্বচ্ছ পঞ্চায়েত উপহার দিতে চলেছে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই জানান।
লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিজেপি দলের হয়ে সাধারণ মানুষ ছাড়বেনা বলে জানালেন বিজেপির
সাধারণ সম্পাদক অমিত সাহা।সারা রাজ্যের সাথে উত্তরদিনাজপুর জেলাতে কিভাবে মস্তানী
গুন্ডামি ও অর্থের প্রলোভন দেখিয়ে জোরজবস্তি গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করে নিয়েছে তা
এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রতিটি বুথ স্তরে মানুষের কাছে গিয়ে জোরালোভাবে তুলে
ধরবে বলে অমিত বাবু জানান।পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক
প্রকল্প গুলি সাধারণ মানুষপেয়ে ইতিমধ্যেই উপকৃত হয়েছে সেই প্রকল্পগুলো আরো বেশি
বেশি করে বিভিন্নভাবে প্রচারের আলোয় আমরা আনবো বলে অমিত বাবু জানান।বিজেপির সাধারণ
সম্পাদক অমিত সাহা বলেন মানুষ এই সরকারের লালিত পালিত গুন্ডাবাহিনীর বিরুদ্ধে সরব
হয়েছে।তাই উত্তরদিনাজপুরের গ্রামে গঞ্জে একটাই আওয়াজ উঠেছে তৃণমূল হটাও গ্রাম
বাংলা বাঁচাও।অমিত বাবু বলেন উত্তরদিনাজপুর জেলায় তাদের বিজেপি দল জেলার মানুষদের
স্বচ্ছ পঞ্চায়েত উপহার দিতে চলেছে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই জানান।