অনন্তপুরে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণসভা ও শ্রদ্ধা জ্ঞাপন
1 min readঅনন্তপুরে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণসভা ও শ্রদ্ধা জ্ঞাপন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার অনন্তপুর অঞ্চলের মুদফতের কইপুকুর গ্রামে ১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি স্মরণসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায়।এদিন খাদ্য আন্দোলনের শহীদ রাঁধুনি হেমরমের স্মরণে কইপুকুর গ্রামে শহীদ বেদিতে মাল্যদান করে খাদ্য আন্দোলনের বীর শহীদ রাঁধুনি হেমরমের বিপ্লবি জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী,দ্বিগে রায়,জ্যোতি ভদ্র,মনোরঞ্জন পাটোয়ারী অয়ন দত্ত সহ অনেকে।স্বাধীনতার পরবর্তী সময়ে খাদ্য সঙ্কট চরমে উঠলে বামপন্থীদের নেতৃত্বে শুরু হয় চরম খাদ্য আন্দোলন।১৯৫৯ সালের ৩১শে আগস্ট কলকাতার রাজপথে পুলিশের গুলিতে নিহত হয় বামপন্থী সহ বেশ কিছু আন্দোলনরত সাধারণ মানুষ।শহীদদের স্মরণে প্রতিবছর ৩১শে আগস্ট দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে কালিয়াগঞ্জ ব্লকের সিপিআইএম দল প্রতিবছর।
৩১শে আগস্ট সকালে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ প্রমোদ দাসগুপ্ত ভবনে এবং কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ের সিপিআইএমএর জ্যোতি বসু ভবনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিন ধরে চলে শহীদ স্মরণসভার অনুষ্ঠান গ্রাম ও শহরে।জানা যায় ১৯৫৮ সালে কালিয়াগঞ্জে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল।গরুর গাড়ি করে কালিয়াগঞ্জ থেকে অনন্তপুর গ্রামের মোদাফত গ্রামে যাচ্ছিল টেস্ট রিলিফের কাজের চাল।কংগ্রেস আমলে সেই চাল মানুষদের মধ্যে বিতরণ না করে চলে যেত গ্রামের প্রধানের বাড়িতে।
গ্রামের অধিকাংশ মানুষ না খেয়ে দিন কাটাতো।মুদাফত গ্রামের কইপুকুর গ্রামের আদিবাসী মহিলা রাঁধুনি হেমরমের নেতৃত্বে সেই চাল একদল আদিবাসী মহিলা ছিনিয়ে নিলে পাশের বি এস এফ ক্যাম্পের জোয়ান এসে রাঁধুনি হেমরমের কাছ থেকে চাল ছিনিয়ে নেবার চেষ্টা করলে বি এস এফ জোয়ানের গুলিতে রাঁধুনি হেমরমের সাথে সাথে প্রাণ চলে যায়।অপর একটি ঘটনা ঘটে বাম নেতা কানু ঘোষের নেতৃত্বে কালিয়াগঞ্জ স্টেশনেখাদ্য বোঝাই ট্রেন আটক।করে ওয়াগান ভেঙে গ্রামের অভুক্ত মানুষদের মধ্যে সেই খাদ্য সামগ্রী বিতরণ করার সময় পুলিশ এসে তাদের উপর অত্যাচার শুরু করে।