January 9, 2025

কালিয়াগঞ্জ এর বিধায়ক এর অফিস থেকে এখন থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

1 min read

কালিয়াগঞ্জ এর বিধায়ক এর অফিস থেকে  পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

তন্ময় চক্রবর্তী।।আপনি কি কালিয়াগঞ্জ এর বিধায়ককে খুঁজছেন ? পাচ্ছেন না। কুছ পরোয়া নেহি এবার আপনার সমস্ত সমস্যার সমাধান নিমিষেই হয়ে যাবে কালিয়াগঞ্জে বিধায়ক এর অফিসে গেলে। এমনটাই বিজেপি সূত্রে খবর। অনেক সময় দেখা যায় কোন জরুরী কাজে কিংবা কোন কিছুতে সই করতে হলে বিধায়ক এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি কোন কাজে বিধায়ককে যেতে হয় বাইরে তখন আপনি কি করবেন। চিন্তা করবেন না ।বিজেপি সূত্রে খবর কালিয়াগঞ্জ এর বিধায়ক এর অফিসে সঞ্জীব রায় নামে এক ব্যক্তি রয়েছেন। যার সাথে আপনি যোগাযোগ করলেই আপনার যাবতীয় কাজের সমাধান নিমিষেই হয়ে যাবে। কিন্তু তার সাথে যোগাযোগ করবেন কিভাবে কোন ফোন নম্বরে।

বিজেপি সূত্রে জানা যায় সেই সঞ্জীব রায়ের মোবাইল নম্বর ৮৯৬৭৯৪৫৭১২ । তাহলে আর দেরি কেন   ? আপনার যদি কোন কাজে বিধায়কের প্রয়োজন মনে হয় তাহলে এখনই কালিয়াগঞ্জ এর বিধায়কের অফিসে গিয়ে সঞ্জীব রায়ের সঙ্গে যোগাযোগ করুন আর নিমিষের মধ্যে আপনার সমস্যার সমাধান করে নিন। কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় জানান , অনেক সময় থাকে বিধানসভার বিভিন্ন কাজের জন্য কলকাতা যেতে হয় তাই বিধানসভা এলাকায় তিনি অনেক সময় থাকতে পারেন না। তখন সাধারণ মানুষদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। কিন্তু তিনি না থাকলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি তার অফিসেই একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার দিকে নজর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিবেন।তাই সাধারন মানুষদের কাছে তিনি আবেদন করেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতিসত্বর বিধায়ক অফিসে এসে  যোগাযোগ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..