উত্তর দিনাজপুর জেলার সাতটি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে চলছে বি এস এফ এর করা নজরদারি
1 min readউত্তর দিনাজপুর জেলার সাতটি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে চলছে বি এস এফ এর করা নজরদারি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮জানুয়ারী_ভারত বাংলাদেশের সীমান্তের ওপারে অশান্ত পরিবেশের কারণে উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের চলছে করা নজরদারি।উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে এখনো এমন কিছু সীমান্ত আছে যা বর্তমানে উন্মুক্ত অবস্থায় রয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উচিত যৌথ ভাবে এই উন্মুক্ত স্থানগুলিতে তারকাটার বেড়া দিয়ে দেওয়া। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উচিৎ কোন ভাবেই এই উন্মুক্ত সীমান্ত স্থান গুলিকে কোনভাবেই লঘু করে না দেখা।উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে দিয়ে কোন ভাবেই অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্যকে সমান দৃষ্টি দিতে হবে
দেশের ও রাজ্যের স্বার্থে।জানা যায় গত বছর ১১ ডিসেম্বর কালিয়াগঞ্জের চাঁদগা ও পুরগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি বৃদ্ধাকে বিএসএফের হাতে ধরা পড়ে। বাংলাদেশের অশান্ত পরিবেশের কারণে সীমান্তের দুই দেশের বাসিন্দাদের মিলনমেলার বাতিল করে দেয় বিএসএফ এবং জেলা প্রশাসন।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তে ডাঙ্গর নদীর সেতুর নিচের প্রায় ১০০ মিটার জল পথ কাঁটাতার বিহীন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের কেউ যাতে ঢুকতে না পারে এইজন্য সীমান্তে নজরদারি আরো করা হওয়া উচিত বলেই অনেকে মনে করছে। যদিও উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন এলাকার সাথে রাধিকাপুরের বিএসএফ জোয়ানরা অত্যন্ত করা নজরদারি রাখার ব্যবস্থা সবসময়ই করে চলেছে। যাতে কোনোভাবেই সাধারণ মানুষসহ বাংলাদেশের জঙ্গিরা কোনভাবেই এইসব পথ দিয়ে ঢুকতে না পারে। যদিও গতকাল উত্তরবঙ্গের আইডি রাজেশ কুমার যাদব বলেছেন উত্তর দিনাজপুর জেলার সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে ভালো।তাছাড়া এই জেলায় বিএসএফ এবং পুলিশের মধ্যে সম্পর্ক ভালো।