কালিয়াগঞ্জ রেল স্টেশনে ব্যবসায়ী সমিতির দাবি মেনে নিয়ে পার্সেল বুকিং সমস্যার সমাধান করলেন রেলের ডিভিশনাল ম্যানেজার
1 min readকালিয়াগঞ্জ রেল স্টেশনে ব্যবসায়ী সমিতির দাবি মেনে নিয়ে পার্সেল বুকিং সমস্যার সমাধান করলেন রেলের ডিভিশনাল ম্যানেজার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির দীর্ঘ দিনের দাবি কালিয়াগঞ্জ দিয়ে যে সমস্ত এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন কলকাতা,দিল্লি,শিলিগুড়ি প্রভৃতি স্থানে যায় সেই ট্রেন গুলিতে পার্সেল বুকিংয়ের সুবিধা থাকতে হবে। শুক্রবার উত্তর পূর্ব সীমান্তের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার কর্নেল এস কে চৌধুরী কাটিহার থেকে এক বিশেষ ট্রেনে কালিয়াগঞ্জ স্টেশন পরিদর্শনে আসেন।সেখানে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহার নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ রেল স্টেশনে ডি আর এমের সাথে একটি বৈঠক করেন।ডিআরএম কর্নেল এস কে চৌধুরী ব্যবসায়ীদের সমস্যার কথা মনযোগ দিয়ে শোনার পর দীর্ঘ দিনের ব্যবসায়ীদের সমস্যাব সমাধান করেন।কাটিহার ডিভিশনের ডি আর এম কর্নেল এস কে চৌধুরী এই এলাকার ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে শুক্রবার থেকেই যাতে কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা কলকাতা,দিল্লি শিলিগুড়ি সমস্ত ট্রেনেই তাদের মালপত্র পার্সেল বুকিং করতে পারবেন বলে নির্দেশ দেন।শুধু তাই নয় ডি আর এম কালিয়াগঞ্জ বব্যবসায়ীদের দাবি।
কালিয়াগঞ্জ রেল স্টেশনের পার্শ্ব বর্তী রেলের জমিতে একটি মিনি রেক পয়েন্ট খুব শীঘ্রই তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দিলে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা তাকে ব্যাসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ একটি ব্যবসায়িক শহর।কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের কাঁচা মালপত্র পার্সেল বুকিং করে ট্রেনে নিয়ে যাবার কোন সুযোগ পেতেন না।আবার কলকাতা বা দিল্লি থেকে কোন মাল কালিয়াগঞ্জ পর্যন্ত বুকিং করা যেত না।তার পরিবর্তে রায়গঞ্জ রেল স্টেশন পর্যন্ত করা যেত ।অথচ কালিয়াগঞ্জের উপর দিয়েই ট্রেনগুলি রাধিকাপুর পর্যন্ত যাতায়াত করে থাকে।বিভিন্ন স্থান থেকে মালপত্র রায়গঞ্জ স্টেশনে এলে সেখান থেকে আলাদা খরচ করে মালগুলি কালিয়াগঞ্জ আনা হয়ে থাকে।
সম্প্রতি কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কে তাদের পার্সেল বুকিং সমস্যার কথা জানালে তিনি বলেন খুব শীঘ্রই এই সুযোগ কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা পেয়ে যাবেন বলে জানান।আজকে কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা এই সুযোগ পাওয়ায় সাংসদ দেবশ্রী চৌধুরীকে সুনীল সাহা ধন্যবাদ জানান।ব্যবসায়ী সমিতির অপর দুই প্রতিনিধিরা ছিলেন নারায়ণ রাঠি এবং শান্তনু দেবগুপ্ত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাটিহারের ডি আর এম কর্নেল এস কে চৌধুরী বলেন কোভিদের কারনে রাধিকাপুর-দিল্লী এবং রাধিকাপুর-শিলিগুড়ি ডি এম ইউ ট্রেন এবং রাধিকাপুর -কাটিহার প্যাসেঞ্জার ট্রেন তিনটি এখনো চালু করা সম্ভব হয়নি তবে কোভিদের প্রভাব আর একটু কমলেই তা চালু করা সম্ভব হবে বলে জানান।শুক্রবার বেলা আড়াইটায় কালিয়াগঞ্জ স্টেশনে ডি আর এম কাটিহার ডিভিশনের ১০ জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে কালিয়াগঞ্জ স্টেশন পরিদর্শন করবার পর তিনি সেলুনকারে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।