January 9, 2025

পুজোয় চাই নতুন জুতো ? আপনাদের সামনে চলে এসেছে কালিয়াগঞ্জ এ ফুটপাতের জুতোর দোকান।

1 min read

পুজোয় চাই নতুন জুতো ? আপনাদের সামনে চলে এসেছে কালিয়াগঞ্জ এ ফুটপাতের জুতোর দোকান।

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর পুজোয় চাই নতুন জুতো । এমন বিজ্ঞাপন প্রায় দেখা যেতো পুজোর আগে ।তবে দুই বছরে দৃশ্য অনেকটাই বদলে গিয়েছে।করোনার ছোবলে সব কিছুই পথ বদলে দিয়েছে। বদলে গিয়েছে জীবনযাত্রা। মানুষের হাতে নেই তেমন টাখাও অনেকে কাজ হারিয়ে দিশে হারা আবার অনেকে পেশা বদলেছে।তবে রাস্তায় চলার জন্য তাই চাই অবশ্যই পায়ের পাদুকা।সেই পাদুকা কিনতে গেলেই বড় দোকান থেকে ছোট দোকান ভালোই পয়সা লাগে। তাই ছেড়া পাদুকা পরেই চলাচল রপ্ত করতে হচ্ছে।

কিন্তূ সেই মুশকিল আসান করতে কালিয়াগঞ্জ শহরে চলে এসেছে নানান ধরনের জুতো ।যা টেকসই কম দাম ।আপনার একটাই অসুবিধা দোকানে নেই ।ফুটপাত দোকান পায়ে গলিয়ে নিজের ইচ্ছা মতন নানা ধরণের সমাহার।দাম আবার সামর্থের মধ্যে ।তাই এই জুতোর যেমন চাহিদা বেড়েছে পাশাপাশি বিক্রেতা খুশি এমন সময় পাদুকা আর পরে থাকছে না।দরিদ্র থেকে বড়লোক সবাই এখন এই পাদুকা র প্রতি নজর ।আর পুজোতে নতুন জুতো কিনে দিতে আর অসুবিধা নেই গরিব পরিবারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..