মিরুয়াল সীমান্ত সুরক্ষা ক্যাম্পের সীমান্তরক্ষীদের হাতে কালিয়াগঞ্জ সুচেতা কলা কেন্দ্রের শিল্পীরা রাখি পরিয়ে দিল-
1 min readমিরুয়াল সীমান্ত সুরক্ষা ক্যাম্পের সীমান্তরক্ষীদের হাতে কালিয়াগঞ্জ সুচেতা কলা কেন্দ্রের শিল্পীরা রাখি পরিয়ে দিল-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২ আগস্ট:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সুচেতা কলা কেন্দ্রের শিল্পী ভাই বোনেরা মিরুয়ালের ২৬ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী ভাইদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখের ব্যবস্থা করলে সীমান্তরক্ষী ভাইয়েরা প্রচন্ড খুশি হন।
২৬ নম্বর সীমান্ত রক্ষী ক্যাম্পের কমান্ড্যান্ট সহ সমস্ত বিএসএফ আধিকারিকরা উপস্থিত হলে একটি মনোরম পরিবেশের সৃষ্টি হয়।সীমান্তরক্ষী ক্যাম্পের অনুষ্ঠানে
কালিয়াগঞ্জ সুচেতা সাংস্কৃতিক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন তামস ব্যানার্জী, সৌমেশ লাহিড়ী,অনুপ সরকার,রানা মুখার্জী, আঁখি ব্যানার্জী, অনিন্দিতা স্বর এবং তিয়াসা মুখার্জী।