স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির পথ রায়গঞ্জের সম্পাদকের জন্মদিন উপলক্ষে নেশা মুক্তির শিবির
1 min readস্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির পথ রায়গঞ্জের সম্পাদকের জন্মদিন উপলক্ষে নেশা মুক্তির শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২শে আগস্ট:২১শে আগস্ট, শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা “মুক্তির পথ রায়গঞ্জ”- এর সম্পাদক সামিম আক্তারের জন্মদিন উপলক্ষে “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার পক্ষ থেকে “পানিশালা,দুর্গাপুর, রায়গঞ্জ রেল স্টেশন ও রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে “শিলিগুড়ি সেরেনিটি ফাউন্ডেশন” নেশা মুক্তি কেন্দ্র নিবেদিত পথনাটক “মুক্তির পথ” পথস্হ হলো সারাদিন ব্যাপী মাদক বিরোধী সচেতনতা শিবিরে অংশগ্ৰহণের মাধ্যমে।উক্ত নাটকটির নির্দেশনায় ছিলেন
রায়গঞ্জ এর বিশিষ্ট সমাজসেবী গৌতম বসাক।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার,সহ – সম্পাদক সান্তনু চক্রবর্তী, সংস্থার উপদেষ্টা ডঃ তাপস পাল, “শিলিগুড়ি সেরিনিটি ফাউন্ডেশন” নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার কৌশিক মিত্র, “রায়গঞ্জ অগ্রগামী”র সম্পাদক-মিনহাজ আহমেদ, “উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম”- এর সম্পাদক সুব্রত সরকার, “রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন” এর সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী,
“রায়গঞ্জ ধ্রুবতারা” সংস্থার সভাপতি মুজাফ্ফর হোসেন, মোহনবাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাস সহ রায়গঞ্জের অন্যান্য সমাজসেবীরা।“মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সম্পাদক সামিম আক্তার বলেন “ দিনদিন যুবসমাজ নেশার মায়া জালে ফেঁসে যাচ্ছে। তারা এই মায়াজাল থেকে বেরোতে চাইলেও হয়তো সঠিক উপায় না জানার কারনে হতাশায় ভুগছে,তাই পথনাটিকার মাধ্যমে সেই সঠিক মুক্তির পথ দেখানোর ও নেশা মুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে নিয়েই আমাদের এই উদ্যোগ।জানা গেছে জন্মদিনে সংস্থার এই বিশেষ কর্মসূচিগুলির মাধ্যমে অনেক মানুষ সতর্ক হয়েছেন এবং নেশা মুক্তির জন্য সঠিক পথ খুঁজে পেয়েছেন।।