January 9, 2025

সকলের সাথে রাখি বন্ধন উৎসবে শামিল হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

1 min read

সকলের সাথে রাখি বন্ধন উৎসবে শামিল হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রাখি বন্ধন উৎসবে সকলকে শুভেচ্ছা জানাবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন রাখি উৎসবের পথপ্রদর্শক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1905সালে এই উৎসব পালন করেছিলেন।

তিনি কলকাতা থেকে ঢাকা সর্বত্র সাধারণ মানুষকে আহ্বান করেছিলেন এই উৎসবে শামিল হওয়ার জন্য হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। সেখান থেকেই রাখি উৎসব চালু হয়। তারই অঙ্গ হিসেবে আজ সারা ভারতবর্ষে জুড়ে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে মহাসমারোহে।

বিধায়ক বলেন তিনি এই প্রথমবার বিধায়ক হওয়ার পর রাখি উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে। তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন এই রাখি বন্ধন উৎসব কে কেন্দ্র করে সকলে যাতে মিলেমিশে থাকে জাতি-ধর্ম-বর্ণ কে ভুলে গিয়ে সকলে এক হয়ে একে অপরের পাশে যাতে থাকে।

আজ এই রাখি বন্ধন উৎসব কে কেন্দ্র করে সকাল থেকেই সাধারণ মানুষের মাঝে রাখি বন্ধন উৎসবে শামিল হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ককে দেখা যায় কখনো তিনি কাউকে রাখি পরিয়ে দিচ্ছেন আবার কখনো দেখা যায় বিধায়ককে রাখি পরিয়ে দিচ্ছেন আমজনতারা।

সব মিলিয়ে আজ রাখি বন্ধন উৎসব এক আলাদা মেজাজেই কাটলো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..