নুতন ড্রেনের উপর বিবেকানন্দ মোড়ে অবৈধ নির্মাণ চলছে পৌর সভাকে তোয়াক্কা না করে
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--রবিবার সকালে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে সম্প্রতি নির্মিত হাই ড্রেনের উপর অবৈধভাবে নির্মাণ কাজ করায় বিবেকানন্দ মোড়ের ব্যবসায়ীরা ক্ষুব্ধ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার ব্যবসায়ী দের বক্তব্য পৌর সভার কোন আইন না মেনে এই ভাবে অবৈধ কাজ করবার সাহস কি ভাবে পায়।যদি এই ব্যবসায়ী এই অবৈধভাবে নির্মাণ কাজ করে পার পেয়ে যায় তাহলে তারা অনেকেই ড্রেনের উপর নির্মাণ কাজ শুরু করে দিয়ে দোকানকে সামনের দিকে নিয়ে আসবে বলে জানান।ব্যবসায়ীদের বক্তব্য অবিলম্বে পৌর কর্তৃপক্ষ ঘটনাটি সরেজমিনে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক বলে তারা দাবি জানিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});