রায়গঞ্জ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তরদিনাজপুর প্রাথমিক বিদ্যালয় পর্ষদ ও এস এস এমের উদ্দ্যোগে রায়গঞ্জ চক্রের প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গত ২৮ ও ২৯ শে নভেম্বর মারাইকুরা ইন্দ্রমোহন বিদ্যাপীঠ ময়দানে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভা উপ পৌর পিতা অরিন্দম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ চক্র কমিটির সম্পাদক নাসরিন পারভেজ বলেন দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিদ্যালয়ের কচিকাঁচাদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিগণ। দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যক্ষ করবার জন্য এলাকার প্রচুর মানুষ উপস্থিত হন বলে জানান বিদ্যালয় পরিদর্শক তথা রায়গঞ্জ চক্রের ক্রীড়া কমিটির সম্পাদক নাসরিন পারভেজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});