তিন বছর পর নিখোঁজ হয়ে যাওয়া ছেলে উদ্ধার
1 min read
দেব্ব্রত চক্রবত্তী , –-দীর্ঘ তিন বছর পর এক ব্যাক্তির সহযোগিতায় ছেলেকে খুজে পেলেন বিশ্বাস পরিবার।ছেলেকে পেয়ে খুশী মিঠুনের বাবা দেব নারায়ন বিশ্বাস।জানা গেছে,বিহারের কাটিহার জেলার কাদূয়া থানার দেবনারায়ন বিশ্বাষ পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। বিহারের সোনালি স্টেশনে ২০১৫ সালে তার ছেলে মিঠুন বিশ্বাষ হারিয়ে যায়।দেবনারায়ন বিশ্বাষের ছেলে মিঠুন বিশ্বাষকে আর খুজে পাওয়া যায় নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যে মিঠুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।মানসিক ভারসাম্যহীন মিঠুনের নজরে আসে ইসলামপুরের তিনপুলের স্বেচ্ছা সেবী সংগঠনের কর্নধার মহঃ রফিকের।তিনি উদ্যোগ নিয়ে মিঠুন বিশ্বাষকে চিকিৎসা করানোর ব্যবস্থা করে।সেই চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন মিঠুন ।একসময় যিনি নাম,ঠিকানা বলতে পারি নি সুস্থ হয়ে তার স্মৃতিশক্তি ফিরে পান।সুস্থ হয়েই তিনি নাম, ঠিকানা জানিয়ে দেন।মহঃ রফিক সেই ঠিকানা অনুযায়ী মিঠুনের পরিবারকে খুজে পান।বৃহস্পতিবার তিনপুল এলাকা থেকেই মিঠুনকে পরিবারের হাতে তুলে দিল মহঃ রফিক।মিঠুনের মা বিনাদেবী ও বাবা দেব নারায়ন বিশ্বাস তার ছেলেকে যে উদ্ধার করেছে সেই মঃ রফিককে আশীর্বাদ করে বলেন তোমাকে ভগবান ই পাঠিয়েছে বাবা।তুমি এভাবেই সমাজের কাজ জরে যাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});