January 7, 2025

একতাই সম্প্রীতিকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসব মাতিয়ে দিল

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রবীন্দ্র ভবনে গত ২৩ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর দুই দিনব্যাপী একতাই সম্প্রীতি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,জেলাশাসক অরবিন্দ কুমার মিনা,মহকুমা শাসক রজত বিশ্বাস,বিভিন্ন পৌর সভার পৌর পিতা সন্দীপ  বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অধিকারীকগন।উদ্বোধনী সঙ্গীতে ছিল ব্যাপক চমক।মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণের পেছন থেকে ত্রিবর্ন পোশাকে সজ্জিত শিল্পীরা গেয়ে ওঠেন বাংলার মাটি বাংলার জল। থার্ড থিয়েটারের ঢঙে থিয়েটারের ডাকে দর্শক আসন থেকে ১০ জন শ্রীখোল বাদক গানের ছন্দে শ্রী খোল বাজাতে শুরু করেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত দর্শকরা শ্রীখোল এ তালে তালে তাল দিতে থাকে প্রকৃতপক্ষেই একতাই সম্প্রীতি অনুষ্ঠানটি সম্পূর্ণভাবেই সম্প্রীতির অনুষ্ঠান হয়ে উঠে। একতাই সম্প্রীতি সাংস্কৃতিক অনুষ্ঠানে রায়গঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 একতাই সম্প্রীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার মুখা নৃত্য, ইসলামপুরের রং পাঁচালি পরিবেশিত হয়। জিন বন নাছি বন তেজ বিদ্যালয়ের ছাত্ররা মহরমের গান পরিবেশন করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কলকাতা থেকে আসা অতিথি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে নজর কারেন অরিত্র দাশগুপ্ত ও নাজমুল হক।সব সম্প্রদায়ে র এবং সব আঙ্গিকের সংস্কৃতি অনুষ্ঠানে পরিবেশিত হবার ফলে একতাই সম্প্রীতি অনুষ্ঠানটি প্রকৃতপক্ষেই সম্প্রীতির অনুষ্ঠানের রূপ পায় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “একতাই সম্প্রীতিকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসব মাতিয়ে দিল

  1. PMID 28449632 Free PMC article. 5 mg tamoxifen study In addition, a study published in the Journal of the American Medical Association uncovered evidence that a significant number of infants who developed cerebral palsy due to a birth injury were from multiple-fetus pregnancies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..