ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্তি হল উত্তর দিনাজপুর জেলা পুলিশের ৩০ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ
1 min read
জয়দেব গোপ চোপড়া : বুধবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্তি হল উত্তর দিনাজপুর জেলা পুলিশের ৩০ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ ২০১৯ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে কবিতা,আবৃতি ,নৃত্য গীতি পরিবেশন করেন স্থ্যানিয় শিল্পীরা । অনুষ্ঠানের মূল বিষয়ের উপর সেফ ড্রাইভ, সেভ লাইভ নাটক পরিবেশন করেন চোপড়ার সবুজ, অবুঝ , নাট্য গোষ্ঠী ।এই নাটকের প্রতিটি মুহূর্ত্য ছিল পথ নিরাপত্তার সচেতনতা বিষয়ক । তাই পুলিশ প্রশাসন সহ দর্শকদের মন জয় করেন শিল্পীরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাটকের রচনা ও পরিচালক চোপড়ার প্রবীন লোকশিল্পী সুবল চন্দ্র গোপ পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা এবং পুরস্কার পান ।তার হাতে পুরস্কার তুলে দেন ইসলামপুর থানার আই, সি, রাজেন ছেত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর এর পৌরাপতি তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিক গন সাধারণ জনগণ ।ভীষন আনন্দ উদ্দীপনার সঙ্গে সপ্তাহ ব্যাপির অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});