ভালোবাসার মানুষকে খরচ করতে হবে ২০-৫০ টাকা
1 min read
তন্ময়
চক্রবত্তী ঃ- বিয়ের মরশুম পড়তেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বাজারে ফুলের দাম চড়চড় করে বাড়ছে। ফুলের
দাম
প্রায়
দ্বিগুণ
হওয়ায়
চরম
বিপাকে
পড়েছেন
ক্রেতারা। তবে স্বস্তিতে নেই ফুল বিক্রেতারাও। তাঁদের
বক্তব্য,
ফুলের
দাম
এক
লাফে
এতটা
বেড়ে
যাওয়াতে
সমস্যা
বাড়ছে
তাঁদেরও। সাধ থাকলেও সামর্থ্য না থাকায় অনেক ক্রেতাই ঝুঁকছেন কৃত্রিম ফুলের দিকে। সব
মিলিয়ে
ক্রেতা–বিক্রেতা
উভয়েরই
সমস্যার
কারণ
হয়ে
উঠেছে
বিয়ের
মরশুমে
ফুলের
চড়া
দাম। সামনেই ভ্যালেন্টাইন’স ডে।
চক্রবত্তী ঃ- বিয়ের মরশুম পড়তেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বাজারে ফুলের দাম চড়চড় করে বাড়ছে। ফুলের
দাম
প্রায়
দ্বিগুণ
হওয়ায়
চরম
বিপাকে
পড়েছেন
ক্রেতারা। তবে স্বস্তিতে নেই ফুল বিক্রেতারাও। তাঁদের
বক্তব্য,
ফুলের
দাম
এক
লাফে
এতটা
বেড়ে
যাওয়াতে
সমস্যা
বাড়ছে
তাঁদেরও। সাধ থাকলেও সামর্থ্য না থাকায় অনেক ক্রেতাই ঝুঁকছেন কৃত্রিম ফুলের দিকে। সব
মিলিয়ে
ক্রেতা–বিক্রেতা
উভয়েরই
সমস্যার
কারণ
হয়ে
উঠেছে
বিয়ের
মরশুমে
ফুলের
চড়া
দাম। সামনেই ভ্যালেন্টাইন’স ডে।
ফুল
বিক্রেতাদের
ধারণা,
ক্রমশ
জনপ্রিয়
হয়ে
ওঠা
ভালোবাসার
এই
উৎসবকে
ঘিরে
রেকর্ড
দাম
বাড়তে
পারে
ভ্যালেন্টাইনস
স্পেশাল
ডাচ
গোলাপের। কালিয়াগঞ্জের মূল
বাজার
রয়েছে
মহেন্দ্রগঞ্জে। আর রায়গঞ্জে আছে মোহনবাটী বাজার । দু’টি সারি বরাবর ১৮টি ফুলের পাইকারি এবং খুচরো দোকান রয়েছে এই দুই জায়গায়। এছাড়াও
বেশ
কয়েকটি
জায়গায়
ছড়িয়ে
ছিটিয়ে
কিছু
ফুলের
দোকান
রয়েছে। ফুল বিক্রেতা সংগঠনের নেতা বলেন,
বিয়ের
মরশুমে
ফুলের
দাম
চড়া
থাকে।
বিক্রেতাদের
ধারণা,
ক্রমশ
জনপ্রিয়
হয়ে
ওঠা
ভালোবাসার
এই
উৎসবকে
ঘিরে
রেকর্ড
দাম
বাড়তে
পারে
ভ্যালেন্টাইনস
স্পেশাল
ডাচ
গোলাপের। কালিয়াগঞ্জের মূল
বাজার
রয়েছে
মহেন্দ্রগঞ্জে। আর রায়গঞ্জে আছে মোহনবাটী বাজার । দু’টি সারি বরাবর ১৮টি ফুলের পাইকারি এবং খুচরো দোকান রয়েছে এই দুই জায়গায়। এছাড়াও
বেশ
কয়েকটি
জায়গায়
ছড়িয়ে
ছিটিয়ে
কিছু
ফুলের
দোকান
রয়েছে। ফুল বিক্রেতা সংগঠনের নেতা বলেন,
বিয়ের
মরশুমে
ফুলের
দাম
চড়া
থাকে।
অঘ্রাণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত অনেকটাই বাড়ে ফুলের দাম। তবে
পৌষ
মাসে
বিয়ে
না
থাকায়
কিছুটা
কমে
দাম। ফুলের বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে, বছরের অন্যান্য সময়ে যে গোলাপ ২০০–২২৫ টাকা শ’দরে বিক্রি হয়, শীতকালে বিয়ের মরশুমে সেই গোলাপের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০ টাকা শ’। একশটি রজনীগন্ধার চেনের দামও ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০০ টাকা।
পৌষ
মাসে
বিয়ে
না
থাকায়
কিছুটা
কমে
দাম। ফুলের বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে, বছরের অন্যান্য সময়ে যে গোলাপ ২০০–২২৫ টাকা শ’দরে বিক্রি হয়, শীতকালে বিয়ের মরশুমে সেই গোলাপের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০ টাকা শ’। একশটি রজনীগন্ধার চেনের দামও ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০০ টাকা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা
বছর
সহজলভ্য
গাঁদা
ফুলের
যে
চেন
বছরের
অন্য
সময়
একেকটি
বিক্রি
হয়
৫ টাকা
করে,
এই
বিয়ের
মরশুমে
তারও
দাম
হয়েছে
দ্বিগুণ,
১০টাকা। গ্ল্যাডিওলাস ফুল প্রতিটি ২ টাকা থেকে ৫ টাকা, রঙিন গ্ল্যাডিওলাস প্রতিটি ৭ টাকা থেকে ১২ টাকা, জারবেরা ১০ টাকা থেকে ২০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। অর্কিডের
দাম
বেড়েছে
প্রায়
চারগুণ। ১৫ টাকার অর্কিড বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায়। তবে
সেই
তুলনায়
নিয়ন্ত্রণে
রয়েছে
ফুলের
তোড়ার
বাহার
বাড়ানো
পাতার
দাম। এরিকা, ইসিমুল বা ফার্ন পাতার দাম ৫ থেকে ১০ টাকার মধ্যেই রয়েছে। এই
সব
বাহারি
পাতার
দাম
খুব
একটা
বাড়েনি। বলেন, বিয়ের মরশুমেই আসছে ভ্যালেন্টাইন’স ডে। ফলে
ফুলের
দাম
আরও
বাড়বে। বিদেশি থেকে কপি করা এই ভ্যালেন্টাইন’স ডে’তে সবচেয়ে বেশি থাকে ডাচ গোলাপের চাহিদা। ফুল
বিক্রেতা বলেন,
বেঙ্গালুরু
থেকে
আসা
ডাচ
গোলাপের
চাহিদা
এবং
দাম
দুই–ই সবচেয়ে
বেশি
থাকে
এই
বিশেষ
দিনে। একেকটি ডাচ লাল গোলাপ সেদিন বিক্রি হবে ৫০ টাকায়। সাদা,
হলুদ
সহ
অন্যান্য
রঙের
একেকটি
ডাচ
গোলাপ
কিনতে
ভালোবাসার
মানুষকে
খরচ
করতে
হবে
২০–৫০
টাকা। তবে ফুল বিক্রেতাদের দাবি বিয়ের মরশুম কিংবা ভ্যালেন্টাইন’স ডে’তে আবেগপ্রবণ বাঙালি ফুলের দাম নিয়ে ভাবে না। তাই
লাভের
আশায়
রয়েছেন
বিক্রেতারাও।
বছর
সহজলভ্য
গাঁদা
ফুলের
যে
চেন
বছরের
অন্য
সময়
একেকটি
বিক্রি
হয়
৫ টাকা
করে,
এই
বিয়ের
মরশুমে
তারও
দাম
হয়েছে
দ্বিগুণ,
১০টাকা। গ্ল্যাডিওলাস ফুল প্রতিটি ২ টাকা থেকে ৫ টাকা, রঙিন গ্ল্যাডিওলাস প্রতিটি ৭ টাকা থেকে ১২ টাকা, জারবেরা ১০ টাকা থেকে ২০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। অর্কিডের
দাম
বেড়েছে
প্রায়
চারগুণ। ১৫ টাকার অর্কিড বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায়। তবে
সেই
তুলনায়
নিয়ন্ত্রণে
রয়েছে
ফুলের
তোড়ার
বাহার
বাড়ানো
পাতার
দাম। এরিকা, ইসিমুল বা ফার্ন পাতার দাম ৫ থেকে ১০ টাকার মধ্যেই রয়েছে। এই
সব
বাহারি
পাতার
দাম
খুব
একটা
বাড়েনি। বলেন, বিয়ের মরশুমেই আসছে ভ্যালেন্টাইন’স ডে। ফলে
ফুলের
দাম
আরও
বাড়বে। বিদেশি থেকে কপি করা এই ভ্যালেন্টাইন’স ডে’তে সবচেয়ে বেশি থাকে ডাচ গোলাপের চাহিদা। ফুল
বিক্রেতা বলেন,
বেঙ্গালুরু
থেকে
আসা
ডাচ
গোলাপের
চাহিদা
এবং
দাম
দুই–ই সবচেয়ে
বেশি
থাকে
এই
বিশেষ
দিনে। একেকটি ডাচ লাল গোলাপ সেদিন বিক্রি হবে ৫০ টাকায়। সাদা,
হলুদ
সহ
অন্যান্য
রঙের
একেকটি
ডাচ
গোলাপ
কিনতে
ভালোবাসার
মানুষকে
খরচ
করতে
হবে
২০–৫০
টাকা। তবে ফুল বিক্রেতাদের দাবি বিয়ের মরশুম কিংবা ভ্যালেন্টাইন’স ডে’তে আবেগপ্রবণ বাঙালি ফুলের দাম নিয়ে ভাবে না। তাই
লাভের
আশায়
রয়েছেন
বিক্রেতারাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});